খুব বেশি বয়স হয়নি আবিষ্কার করবার বা যে বয়সে সহপাঠীরা সারাদিন খেলাধুলা করে সময় কাটায় ঠিক সেই বয়সেই পেহ্ ইয়ং আবিষ্কার করল শীতলীকরণ ছাতা বা Cooling Umbrella.
সিঙ্গাপুরের সংবাদপত্র স্ট্রেইট টাইমসের মতে পেহ্ ইয়ং এর আবিষ্কার একটি কোষের মত যা প্লাস্টিকের স্ট্র বা নল, পানির পাত্র ও পাইপ দ্বারা তৈরী করা হয়েছে । মুলত এটি একটি গাছের পাতার বাষ্প ত্যাগের প্রক্রিয়ার অনুকরণ ।
এ আবিষ্কারের জন্য কিন্ডারগার্টেন পড়ুয়া পেহ্ ইয়ং কে প্রতিরক্ষা বিজ্ঞান বিভাগে “Tan Kah Kee Young Inventors” পুরস্কার প্রদান করা হয়েছে যাতে সে ভবিষ্যতে আরো ভালো কিছু তৈরী করার উৎসাহ পায় ।
More Stories
ওমার আজাদ পেনারান্দা:: সকল দেশের নাম ও রাজধানী যার মুখস্ত
বাংলাদেশের পাখি পরিচিতিঃ পর্ব-০১
বিজয় তুমি