–বশির আহমদ জুয়েল
বিজয় দিবস হাতের কাছে
মাসটা শুরু আজ
সু স্বাগত ডিসেম্বরকে
মাথায় নিয়ে লাজ!
বছর গেলো দশক গেলো
শেষ করিনি কাজ
যুদ্ধপাপীর হয়নি বিচার
কিসের এতো সাজ?
একাত্তরের ডিসেম্বরে
পড়ে বিজয় তাজ
মুক্তিযোদ্ধা বলল হেসে
তারাই নায়ক রাজ।
বিজয়ের মাস করছি বরণ
খুলছি খাতার ভাঁজ
যুদ্ধপাপীর বিচার করে
গরম তেলে ভাজ।
More Stories
স্বাধীনতা ও আমার চাওয়া
কাজের ছেলে
হারাধনের দশটি ছেলে