–নূর মোহাম্মদ নূরু
চিল নিয়েছে কানটা শুনে
ছুটছি চিলের পিছে,
সারাটি দিন ছোটাই হলো
দিনটা গেলো মিছে।
কানের দুঃখে কাঁদছি বসে
গালে দিয়ে হাত
মুখ দেখানো আর যাবেনা
চলে গেলো জাত।
কান ছাড়া যে মান রাখা দায়
কান হারিয়ে কাঁদি
চোঁখের জলে ভাসছি আমি
উঠোন হলো নদী।
ছোট্ট শিশু খেলার ছলে
কানে দিলো হাত
খুশি হলাম কান টানাতে
ফিরে পেলাম জাত।
শোনা কথায় ফাল পেড়োনা
মোটা মাথার দল
নিজের উপর ভরসা রাখো
নিজের বলই বল।
More Stories
স্বাধীনতা ও আমার চাওয়া
কাজের ছেলে
হারাধনের দশটি ছেলে