করোল্লা (Bitter Melon) অগ্ন্যাশয়ের ক্যান্সার নিরাময় করে
কলোরাডো বিশ্ববিদ্যালয়ের একটি ক্যান্সার সেন্টার থেকে নতুন গবেষণা প্রকাশ করে যে করোল্লা (Bitter Melon) রস অগ্ন্যাশয়ের ক্যান্সার প্রতিরোধ করে এবং গ্লুকোজ সংশ্লেষন ঠিক রাখে।
গবেষণা ফলাফল জার্নাল কার্সিনোজেনেসিস (Carcinogenesis) এ প্রকাশিত হয় ।
Argwal নামের একজন গবেষক এ গবেষণা পরিচালনা করেন এবং তিনি লক্ষ্য করেন যে করোল্লা (Bitter Melon) ডায়বেটিস, অগ্ণ্যাশয়ের ক্যান্সার প্রতিরোধ করে ।
করোল্লা (Bitter Melon) গ্লুকোজ বিপাকে সহায়তা করে এবং ত্বক কোমল রাখে ।
Argwal জানান সবার উচিত করোল্লা বেশি বেশি করে খাওয়া ।
যেসকল রোগের জন্য করোল্লা প্রমাণিত কার্যকর প্রতিশেধক:
১) ত্বকের ক্যান্সার
২) ডায়াবেটিস
৩) ব্রেস্ট ক্যান্সার
৪) অগ্ন্যাশয়ের ক্যান্সার
৫) স্মৃতি শক্তি বৃদ্ধিতে সহায়তা
৬) শিশুদের কৃমিনাষক ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করোল্লা বিশেষ উপকারী ।