নামঃ ত্রিমাত্রিক কাগুজে প্রজাপতি (Origami Butterfly – 3D variation)
কারুকাজঃ আকিরা ইয়োশিযাওয়া (Akira Yoshizawa)
কাগজের অনুপাতঃ বর্গাকার
কাগজের আকারঃ ৮.৫ সে.মি.
কাগুজে প্রজাপতির আকারঃ ~ ৬ সে.মি.
কাগজের ধরনঃ যেকোন পাতলা কাগজ, তবে ঝিকমিক জরি কাগজ বা জাপানী washi paper হলে ভালো ।
উপরের চিত্র দেখে দেখে নিজে তৈরী কর ।
আকিরা ইয়োশিযাওয়া (Akira Yoshizawa) হচ্ছেন একজন কাগুজে খেলনা তৈরীর আবিষ্কারক এবং শিক্ষক । তিনি ১৪ মার্চ, ১৯১১ সালে জাপানের কামিনোকাওয়া’ তে জন্মগ্রহন করেন এবং ১৪ মার্চ, ২০০৫ সালে ৯৪ বছর বয়সে জাপানের ইটাবাশি’তে মৃত্যু বরণ করেন ।
তার জীবন সম্পর্কে আরো জানতে ইংরেজিতে তার জীবনী পড়ঃ আকিরা ইয়োশিযাওয়া (Akira Yoshizawa) ।
More Stories
ওমার আজাদ পেনারান্দা:: সকল দেশের নাম ও রাজধানী যার মুখস্ত
বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ পরিচিতি (শিশু শিক্ষা)
এসো রং করি (পর্ব-১)