–মুহাম্মদ মুহিদ
নয়টি মাসের যুদ্ধ শেষে
বিজয় ফিরে আসে
বীর সেনাদের করি স্মরণ
এই বিজয়ের মাসে।
দু’লাখ মা ও বোনের ইজ্জত
তিরিশ লক্ষ প্রাণ
বিনিময়ে আমরা পেলাম
স্বাধীনতার ঘ্রাণ।
বাংলাদেশে ডিসেম্বরে
বিজয়ের ফুল ফোটে
শহর বন্দর পাড়া গাঁয়ে
মুক্তির চাঁদ ওঠে!
More Stories
স্বাধীনতা ও আমার চাওয়া
কাজের ছেলে
হারাধনের দশটি ছেলে