এসো রং করি
—-হীরামন সম্পাদক
এসো রং করি এর প্রথম পর্বে তোমাদের স্বাগতম । এসো রং করি’র মাধ্যমে তোমরা কিছু আঁকা ছবি বা স্কেচ দেখতে পারবে যেগুলো তোমরা প্রিন্ট করে নিজে নিজে রং করতে পারবে । কিভাবে প্রিন্ট অথবা ডাউনলোড করতে হয় তা তোমরা তোমাদের বড় ভাই, বোন, বাবা, মা বা বড়দের কাছ থেকে সাহায্য নিতে পারো ।
তবে অবশ্যই এ গুলো পড়ালেখা ফাকিঁ দিয়ে করবে না । তো চল দেখি আজকের পর্বে কি কি ছবি আমরা রং করবো?
( বড়দের জন্য নির্দেশনাঃ ছবি ক্লিক করুন তাহলে ছবি বড় আকারে দেখাবে, অতপর ছবিতে মাউসের রাইট বাটন ক্লিক করে ছবি Save বা প্রিন্ট করতে পারবেন । সমস্যা হলে আমাদের ফেসবুকে বার্তা পাঠান । )
১. উড়ন্ত পাখি
২. প্রজাপতি
৩. ভুত বলতে কিছু নাই
৪. সখাসখি
ও ৫. মিনি বিড়াল
More Stories
শাপলা ফুল আমাদের জাতীয় ফুল
ওমার আজাদ পেনারান্দা:: সকল দেশের নাম ও রাজধানী যার মুখস্ত
বাংলায় ডরেমন কার্টুন